Health Hotline – ফ্রি চিকিৎসা পরামর্শ- স্বাস্থ্য বাতায়ন

স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা এবং বছরের যেকোন দিন আপনার সেবায় নিয়োজিত।

স্বাস্থ্য বাতায়ন থেকে আপনি সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য, কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোন তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন। খুব সহজে ফ্রি এই সেবাটি পেতে বাংলাদেশের যেকোন জায়গা থেকে মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে ডায়াল করুন ১৬২৬৩।

এই সেবা পেতে আপনার মোবাইল থেকে ডায়াল করুন 16263 তারপর-

  • স্বাস্থ্য-সম্পর্কিত পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন।
  • নিকটস্থ সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য জানতে ১ চাপুন ।
  • সরকারী হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা সম্পর্কে কোন অভিযোগ জানাতে ২ চাপুন ।
  • স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য বাতায়ন সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩ চাপুন।
  • স্বাস্থ্য বাতায়ন সেবা সম্পর্কিত কোন পরামর্শ অথবা অভিযোগ জানাতে ৪ চাপুন।

স্বাস্থ্য বাতায়ন সেবাটি বর্তমানে পরীক্ষামূলক ভাবে চালু আছে। এই সেবার মান উন্নয়নের জন্য
আপনার পরামর্শ আমাদের একান্ত কাম্য, যাতে বাংলাদেশের সাধারন নাগরিকগন এই সেবা দ্বারা
উপকৃত হতে পারে। তাই আজই স্বাস্থ্য বাতায়নে কল করে এই সেবা সম্পর্কে জানুন এবং এ
সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমাদের জানিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে
অংশীদার হোন।

WhatsApp Number: +8801521540102
Email Address: contact@doctorslookup.com
Facebook Page: facebook.com/doctors-loockup